সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস নামের এই নারী প্রায় ১০ বছর ধরে এভাবে প্রতারণা করে আসছেন বলে সিআইডি জানিয়েছে।
পত্রিকায় ‘কানাডাপ্রবাসীর জন্য বয়স্ক পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮) নামের ওই নারীকে বৃহস্পতিবার রাজধানীর রামপুরা এলাকা গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওই নারী প্রায় ১০ বছর ধরে এভাবে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার পোশাক, চালচলন এবং কথাবার্তায় কানাডা প্রবাসী নন বলে কেউ বিশ্বাস করতে পারবে না।”
তার কাছ থেকে বেশ কয়েকটি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন, অনেকগুলো সিম কার্ড, একটি হিসাবের খাতা এবং ব্যাংক এশিয়ায় ৪৮ লাখ টাকা জমা দেওয়ার রশিদ পাওয়া গেছে বলে জানান এই সিআইডি কর্মকর্তা।
তিনি বলেন, প্রাথমিকভাবে হিসাবের খাতায় কার কাছ থেকে কত নিয়েছেন এবং কী করেছেন তা লেখা আছে। এ যাবৎ প্রায় ‘২০ কোটি টাকার সম্পদের’ হিসাব পাওয়া গেছে।
রেজাউল হায়দার জানান, নাজির হোসেন নামের একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। পরে তার প্রতারণার কৌশল জানা যায়।
“অত্যন্ত ধূর্ত এই নারী নিজেকে সব সময় কানাডা প্রবাসী পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। সে তার দ্বিতীয় স্বামীর সহযোগিতায় প্রতারণার অংশ হিসাবে প্রথমে পত্রিকায় বয়স্ক পাত্র চাই বলে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে কানাডায় ব্যবসা আছে উল্লেখ করে ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহীদের যোগাযোগ করতে একটি ফোন নম্বর দেওয়া হয়। সেই নম্বরে যোগাযোগের পর প্রতারিত হয়েছেন নানাজন।”