জাতিসংঘ ও বিশ্ব বধির সংস্থা ঘোষিত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বধির সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে রংপুর বধির সংঘের আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে র্যালী বের হয়ে বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
৩০/০৯/২০২০ বুধবার মানববন্ধন, র্যালী ও এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বধির সংঘের সভাপতি মো: শরফুল করিম, সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মো: ইখতেয়ার আহমেদ, রংপুর বধির সংঘের কোষাধ্যক্ষ অসীম দাস শ্যামল ও আরও আলোচনা করেন ফেরদৌসি, মিঠু, বিপুল প্রমুখ।